ঢাবির আইইআরের নতুন পরিচালক অধ্যাপক আবদুল হালিম

অধ্যাপক ড. মো. আবদুল হালিম
অধ্যাপক ড. মো. আবদুল হালিম  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. আবদুল হালিমকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এই নিয়োগ প্রদান করেন।

আজ শনিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ড. মো. আবদুল হালিম গত ৩০ জুন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

তথ্যমতে, গত ৩০ জুন ওই ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অধ্যাপক ড. আবদুল মালেক অবসর নিয়েছেন। তবে তিনি আগামী এক বছর তিনি এলপিআরে থাকবেন। অনুষদটির সামাজিক বিজ্ঞান বিভাগের অন্যতম প্রধান অধ্যাপক হিসেবে ১৯৮৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৩ বছর কর্মরত ছিলেন। তার ছাত্র, ছাত্রীরা এই অনুষদের বিভিন্ন বিভাগের অধ্যাপক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ সংবাদ