শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আগামীকাল সারাদেশে মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২১, ০৪:৩২ PM , আপডেট: ২৩ মে ২০২১, ০৫:১৪ PM
সব ধরনের শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামীকাল ২৪ মে (সোমবার) সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে শিক্ষার্থীরারা। রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলার এবং কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টায় একযোগে এ কর্মসূচি পালিত হবে। ‘অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।
আয়োজক প্যানেল জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী (সাহেব বাজার, জিরো পয়েন্ট), ইসলামী বিশ্ববিদ্যালয়, বশেমুরপ্রবি (গোপালগঞ্জ), ভৈরব (দুর্জয় মোড় বাসস্টপ), রংপুর (প্রেসক্লাব), বরিশাল (বিশ্ববিদ্যালয় প্রধান ফটক), চুয়াডাঙ্গা (চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ), ধামরাই (প্রেসক্লাব চত্বর), চট্টগ্রাম- এসব এলাকায় কর্মসূচি পালনে সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।
এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় (গোল চত্বর), টাঙ্গাইল (নিরালা মোড়, শহীদ মিনার), জামালপুর (প্রেসক্লাব), ময়মনসিংহ (প্রেসক্লাব), খুলনা, গাজীপুর (চৌরাস্তা), হাজী দানেশ বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সিলেটেও একযোগে এ কর্মসূচি পালিত হবে।
দেখুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জবি শিক্ষক-শিক্ষার্থীদের
গত মঙ্গলবার (১৮ মে) এ কর্মসূচি ঘোষণা করা হয়। গ্রুপ এডমিন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জিকে সাদিক বলেন, হল-ক্যাম্পাস খুলে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আগামীকাল ২৪ মে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, জেলা-উপজেলায় মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়েছে। একই দাবিতে এদিন সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে গত রবিবার (০৮ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিলেন তারা। অনালাইনে পরীক্ষা কার্যক্রম চালানোর মত বাস্তবতা দেশের কোন বিশ্ববিদ্যালয়ের নেই বলে মত শিক্ষার্থীদের। সেসময় শিক্ষার্থীরা আগামী ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন।