চিত্রশিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুন, চারুকলা অনুষদের নিন্দা ও দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২১ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২১ PM

চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী-ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
বুধবার (১৬ এপ্রিল) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সই করা পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ ইতোমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আগের দিন নস্যাৎ করার লক্ষ্য নিয়ে দুষ্কৃতকারীরা চারুকলা নির্মিত দুটি মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সত্ত্বেও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় তা মেরামত ও পুনর্নির্মাণ করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে।’
‘তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একই দুষ্কৃতকারীদের হামলায় আজ বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী-ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি অন্য শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন।’
বিচারের দাবি জানিয়ে বলা হয়, ‘এ অবস্থায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ কমিটি’ এবং চারুকলা অনুষদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি অতি দ্রুত অপরাধী শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।’
হুমকির অভিযোগ এনে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত কয়েক দিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশি ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের কটূক্তি প্রচার অব্যাহতভাবে চলছে।’