ডিউমুনার ১২তম জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২৯ মে

ডিউমুনা
ডিউমুনা  © সংগৃহীত

‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’ স্লোগান সামনে রেখে ১২তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন’।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ (ডিউমুনা) উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫ আগামী ২৯ মে থেকে শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত। সম্মেলনটি হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংগঠনটির বর্তমান সভাপতি নওশিন ফাতমি।

সম্মেলনের এবারের অধিবেশনে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা ৫০০ জনেরও বেশি প্রতিনিধি। এ ছাড়া পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো থেকেও বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়। যারা মোট ১১টি কমিটিতে আলোচনা করবেন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যাবলি নিয়ে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ

ডিউমুনার সভাপতি নওশিন ফাতমি বলেন, অনুষ্ঠানটি আয়োজনের উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা তাদের কূটনৈতিক ও যোগাযোগ দক্ষতা এবং উপস্থিত বক্তৃতার মতো গুণের বিকাশ ঘটাতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হতে একজন শিক্ষার্থীর যে সকল দক্ষতাগুলো অর্জন করা আবশ্যক, সেগুলোর প্রতিটিই ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জন করা সম্ভব। সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা, উপস্থাপন দক্ষতা, কূটনৈতিক পারদর্শিতা, তথ্য অনুসন্ধান, কনটেন্ট লেখা, আনুষ্ঠানিক বিতর্ক-দক্ষতাগুলো ভালোভাবে রপ্ত করা অবারিত সুযোগ রয়েছে।

সভাপতি বলেন, তরুণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ, পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীল বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখাই সংগঠনটির মূল লক্ষ্য।

আরও পড়ুন: হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: সেনা সদর

উল্লেখ্য, সংঠনটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের একাদশ অধিবেশনে (ডানমান-২০২৪) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ সৈয়দ রাশেদ আল-জায়েদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড।

২০১১ সালে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় এই সংগঠনটি ২০১২ সাল থেকে প্রতিবছর শিক্ষামূলক এই অধিবেশনের আয়োজন করে আসছে। বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা নিয়ে আলোচনা, বিতর্ক ও সমাধান প্রণয়নের মাধ্যমে আগত শিক্ষার্থীরা নিজেদের পারদর্শিতা প্রমাণে সচেষ্ট থাকে চার দিনব্যাপী সম্মেলনে।


সর্বশেষ সংবাদ