ঢাবিতে অধ্যাপক আরেফিন সিদ্দিকের স্মরণে সভা আয়োজনে বাধা!

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন জানিয়েছে, ছাত্র সংগঠনগুলোর আপত্তির কারণে এ কর্মসূচি বাতিল করতে হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। কিন্তু দুটি ছাত্র সংগঠন আপত্তি তোলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, ‘স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু শিক্ষক এ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। তবে ক্লাবের সাধারণ সম্পাদক আমাকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, নিরাপত্তার ঝুঁকির কারণে এটি করা যাবে না। এমনকি কোনো ছাত্র সংগঠন বাধা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আমরা শুধুমাত্র আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা জানাতে এটি আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এ ধরনের আয়োজন করা সম্ভব নয়। ব্যক্তিগতভাবে এটি আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, ‘দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন করে এ কর্মসূচি নিয়ে আপত্তি জানায়। শিক্ষার্থীদের মধ্য থেকেও ক্ষোভের প্রকাশ ঘটে। ফলে আমি বিষয়টি ক্লাবের সাধারণ সম্পাদককে জানাই। এরপর রাত একটার দিকে ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে স্মরণসভা ও দোয়া মাহফিল স্থগিত করার বার্তা দেওয়া হয়।’


সর্বশেষ সংবাদ