ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:২৪ AM , আপডেট: ১০ মার্চ ২০২৫, ০১:৩৫ AM

জুলাই আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলা করা ছাত্রলীগের নেতাকর্মীদের বিষয়ে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসনের করা সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান৷
রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ক্লাস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিষয়ে তদন্ত রিপোর্ট চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার জমা দেবে। তদন্ত কমিটি নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসনের কাছে তাদের রিপোর্ট জমা দেওয়ার পরই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যাবে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আগামী রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ওই সূত্র আরও জানায়, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়া এক থেকে দেড় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী জড়িত রয়েছে বলে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। প্রথমে এসব শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। পরবর্তীতে তাদের আত্মসমর্পনের সুযোগ দিয়ে কিংবা নতুন কমিটি করে অভিযুক্তদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হতে পারে।
জানা যায়, গত ৮ অক্টোবর সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। আইন বিশেষজ্ঞ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুলুল হক সুপণকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছিল। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরিন সুলতানা সহকারী প্রক্টর শেরীন আমিন ভূঁইয়া। কমিটির সদস্য সচিব পদে আছেন ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ূব আলী।
সম্প্রতি সম্প্রতি সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, বিভিন্ন দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে থাকা ফুটেজ এবং যারা সক্রিয়ভাবে অংশ নেয়া শিক্ষার্থীদের কাছ থেকে ফুটেজ ও তথ্য নিয়ে চিহ্নিত করার কাজ করেছি। আমাদের উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়া জড়িতদের চিহ্নিত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়। সেই রিপোর্ট তৈরির কাজ শেষের পথে। এখানে অভিযোগ এসেছিল প্রায় ১৫০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে।