আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশে এগিয়েছে রাবি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৪০ PM
আন্তর্জাতিক জার্নালে মৌলিক ও গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশে এক ধাপ এগিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২০২৪ সালে ৬৯০টি প্রবন্ধ প্রকাশ করে রাবির দেশীয় অবস্থান চতুর্থ। এর আগে ২০২৩ সালে ৫৮৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে পঞ্চম অবস্থানে ছিল রাবি।
বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালে বাংলাদেশ থেকে গবেষণা নিবন্ধসহ ১৫ হাজার ৪১৩টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। ১ হাজার ৫০০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে বরাবরের ন্যায় এবারও শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয় থেকে ১১৩০টির বেশি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। ৮৮০টির বেশি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশ করে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
এছাড়া তালিকায় থাকা শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্য ব্র্যাক ইউনিভার্সিটি পঞ্চম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ষষ্ঠ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সপ্তম, নর্থ সাউথ ইউনিভার্সিটি অষ্টম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নবম ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দশম অবস্থানে রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, 'এটা আমাদের জন্য ভালো খবর। তবে আমি বিশ্বাস করি আমরা আরো বেশি পটেনশিয়াল। আমরা যদি আরেকটু চেষ্টা করি, আমরা আরো ভালো করতে পারব।আমাদের বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে শিক্ষক নিয়োগ হয় না। এছাড়া যারা দক্ষ ছিল তারাও অবসরে চলে গেছেন। যার কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। আমরা এই জায়গাগুলোতে জোর দিব। আশা করছি আমরা আরো এগোতে পারব।'