রাবিতে কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে ববিতে মানববন্ধন
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোয় পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দীর পবিত্র কোরআন তিলাওয়াতে মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। এ সময় ইসলামিক সংগীত পরিবেশন করেন অ্যাকাউন্টিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল আমিন।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুম বিল্লাহর উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ, রসায়ন ১৮-১৯ শিক্ষাবর্ষের হাসিবুল হোসেন,রসায়ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রফিকুল ইসলাম, ইতিহাসের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোশাররফ হোসেন,বাংলা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিক আহমেদ, লোক প্রশাসন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোকাব্বেল শেখ, দর্শন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইখতেয়ার সায়েম,মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহরিয়ার আহমেদ।
জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাতে রাবির শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরেবাংলা হল, শহীদ হবিবুর রহমান হল ও মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে এবং জিয়াউর রহমান হলের দেয়ালে বিজেপির লোগো আঁকা হয়েছে।