জাবিতে শিফটভিত্তিক পরীক্ষা বাতিলসহ ৪ দাবিতে মানববন্ধন

জাবিতে মানববন্ধন
জাবিতে মানববন্ধন   © টিডিসি ফটো

শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা বাতিল করে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণসহ ৪ দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

অন্যান্য দাবি হলো, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভিসি কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো। 

জাবি গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক বলেন, গত ১৪ নভেম্বর থেকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা ও অযৌক্তিক ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা বাতিল করে অভিন্ন প্রশ্ন পরীক্ষা গ্রহণ এবং ভর্তি পরীক্ষার ফি কমানোসহ ভর্তি সংক্রান্ত বিভিন্ন অসমতা নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন থেকে মৌখিক আশ্বাস পেলেও এর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখি নাই। 

এসময় তিনি প্রশাসনিক ভবন অবরোধের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আগামী এক কর্মদিবস পরবর্তী দিনে প্রশাসনিক ভবন অবরোধ করতে বাধ্য হবো।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, এত রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অসামঞ্জস্য কোটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদেরকে আবারো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। ভিসি কোটা বাতিল করে পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। এছাড়াও ভর্তি বাণিজ্য বন্ধ করে প্রান্তিক মানুষের কথা চিন্তা করে সঠিক ভর্তি ফি নির্ধারণের জন্যে প্রশাসনকে আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ