জাবি শিক্ষার্থীর সাথে অসদাচরণের জেরে রাজধানী পরিবহনের ৩৫ বাস আটক

রাজধানী পরিবহনের ৩৫ বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা
রাজধানী পরিবহনের ৩৫ বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীর সাথে অসদাচরণের জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের প্রায় ৩৫ টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা। 

অসদাচরণের শিকার ওই নারী শিক্ষার্থীর নাম শাহমিনা দিতি৷ তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৯ ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত বাসের নম্বর (ঢাকা মেট্রো- ব ১২- ৩০৪৪)। 

ভুক্তভোগী শাহমিনা দিতি বলেন, ‘আমি সাড়ে তিনটার দিকে জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট) থেকে নবীনগরের দিকে যাওয়ার জন্য রাজধানী বাসে উঠি। এসময় বাসের কনট্রাক্টর আমার সাথে দুর্ব্যবহার করে। গাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকার পরেও তিনি আমাকে সরে, একলাইনে দাঁড়াতে বলেন। একজন নারী শিক্ষার্থী হওয়ার পরেও তিনি আমার সাথে উচ্চবাচ্য করেন।’ 

মালিকপক্ষ থেকে রাজধানী পরিবহনের সাভারের লাইনম্যান আব্দুল জব্বার খোকা তাৎক্ষণিক উপস্থিত হন। তিনি জানান, ঘটনা জানতে পেরে তিনি এসেছেন। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা চলছে।


সর্বশেষ সংবাদ