পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে রাবির ৫ শিক্ষার্থী

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে তারা অনশনে বসেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অনশন করছিলেন।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান মারুফ, সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী আবুল কলাম আজাদ, ফারসি বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আল-শাহরিয়া ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মাসুম।

অনশনে বসা মেহেদী মারুফ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের দাবি ছিল কোটার বিরুদ্ধে। সেখানে এই কোটাই যদি থেকে যায়, তাহলে চব্বিশের বিপ্লবীদের সাথে বেইমানি করা হবে। অবিলম্বে এই পোষ্য কোটা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে।

অনশনে বসা আরেক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন থেকে পোষ্য কোটা বাতিলেন দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি রাখা হয়নি। তারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী? যদি তাই না হয়, তাহলে পোষ্য কোটা রাখার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না। প্রশাসন আজ পোষ্য কোটা ১% কমিয়ে ৩% রেখেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে পোষ্য কোটা বাতিল হবে। না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, আজ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে।

তবে এই কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিবেচনা করা হবে। পোষ্য কোটা বহাল রেখে ১% কমিয়ে ৩% রাখা হয়েছে। এছাড়া, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ