রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রক্সিকাণ্ড নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, বাতিল হতে পারে ছাত্রত্ব   

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি আছেন বিভিন্ন বিভাগের ৩ শিক্ষার্থী। এ নিয়ে গত ১০ সেপ্টেম্বর ‌‘রাবিতে চার শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন একই প্রক্সিদাতা’ শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাসে নিউজ প্রকাশিত হয়। প্রকাশিত এই নিউজের প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চূড়ান্ত যাচাই-বাচাই করে তাদের ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানা গেছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। 

দ্যা ডেইলি ক্যাম্পাসের ওই প্রতিবেদনে প্রক্সিকাণ্ডের ভয়াবহ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একজন প্রক্সিদাতার সহায়তায় রাবিতে ভর্তি হয়েছেন চারজন শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন বিভিন্ন বিভাগের তিন শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। 

তারা হলেন বিশ্ববিদ্যালয়ের 'অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস' বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সনি, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শোভন। নিউজটা প্রকাশিত হওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে কয়েকদিন আগেও আমরা মিটিং করেছিলাম। আজ আরেকটি মিটিং করেছি। এতে আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো এসেছে তাতে আমরা বলতেই পারি প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। আমরা এখনো কমপক্ষে দুইটা মিটিং করব। তারপর সকল তথ্য শৃঙ্খলা কমিটির কাছে পাঠাব। 

শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রক্সিকাণ্ডে জড়িত থাকা মানে সে তো ছাত্রই না। তাদের ছাত্রত্ব বাতিল হবে। শৃঙ্খলা কমিটি শাস্তি নিশ্চিত করবেন। খুব শিগগিরই শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে। 


সর্বশেষ সংবাদ