প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এসময় শিক্ষার্থীরা ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার? তুই রাজাকার, তুই রাজাকার’, ‘কে বলে রে রাজাকার? ধিক্কার ধিক্কার’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই, রাজাকার, রাজাকার’, ‘আমি কেন রাজাকার? শেখ হাসিনা জবাব দাও’, ‘টোকাই দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সমন্বয়ক মো. মাহিন বলেন, আজকে আমাদের আন্দোলন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। সেই সাথে অতিদ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাশ করতে হবে। অন্যথায় আমরা আমাদের আন্দোলন থামাব না বরং বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব।


সর্বশেষ সংবাদ