পদযাত্রার জন্য ঢাবির লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একাংশ  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহবান ও ২৪ ঘণ্টার মধ্যে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণ-পদযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নিয়েছেন। এতে যোগ দিয়েছেন ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

গতকাল (শনিবার) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে কোটা পদ্ধতি সংস্কারে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

আরো পড়ুন: পদযাত্রার সমর্থনে ঢাবি অভিমূখে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিল

এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কলাভবনের সামনের সড়কজুড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ