ঢাবির আশপাশে ১০ মোড় অবরোধ করে রাখছেন আন্দোলনকারীরা

কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ
কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ  © টিডিসি ফটো

সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশপাশের ১০টি মোড় অবরোধ করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। আজ রবিবার বেলা ২টার পর তাদের এই কর্মসূচি শুরু হয়।

শাহবাগ ছাড়া যেসব মোড় অবরোধ করছেন শিক্ষার্থীরা, এর মধ্যে রয়েছে সাইন্সল্যাব মোড়, চানখারপুল মোড়, নীলক্ষেত মোড়, হাতিরপুল বাজার মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, পরীবাগ মোড়, বাংলামোটর মোড়, হাতিরপুল মোড়, কারওয়ান বাজার মোড়।

পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের আজ বিকেল ৩টায় শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পরে তারা অবস্থান নেন। এর আগে বেলা ২টার পর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

এরপর একে একে চানখারপুল মোড়, নীলক্ষেত মোড়সহ বাকি মোড়গুলো অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এসব মোড় বন্ধ করে রাখায় ঢাবির আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এমনকি মোড় বন্ধ করে দেওয়ার আগে যেসব গাড়ি শাহবাগের আশপাশে অবস্থান করছিল সেগুলোও আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


সর্বশেষ সংবাদ