ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ম্যাক্রোঁ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১১:১৪ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ১১:১৪ PM
ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার বিষয়ে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি যে এই মুহূর্তে অগ্রাধিকার হল আমাদের একটা রাজনৈতিক সমাধানে পৌঁচানো দরকার। আর সেটা হলো গাজায় যুদ্ধের জন্য আমাদের ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা।’
ম্যাক্রোঁ এমন সময় এই আহ্বান জানালেন যখন ইসরাইল গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় গত প্রায় এক বছর ধরে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এই আগ্রাসনের জন্য প্রয়োজনীয় সব অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।
এদিকে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি বাহিনী। শুধু ইরানে নয়, লেবানন ও গাজাসহ অন্যান্য ফ্রন্টে বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার সেনারা। শনিবার (৫ অক্টোবর) একাধিক ইসরাইলি সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে।
ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় অব্যাহত হামলা ও হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একাধিক কমান্ডারকে হত্যার জবাবে গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইসরাইল ওই হামলার ‘সময় ও সুযোগ মতো সমুচিৎ জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। সেই লক্ষ্যেই দেশটির সামরিক বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে খবরে জানানো হয়েছে। অবশ্য গাজা ও লেবাননে হামলা বন্ধ নেই। শনিবারও উভয় অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।