পরিসংখ্যান জীবনের অঙ্গ: হাফিজুর রহমান খান

  © সংগৃহীত

'পরিসংখ্যান জীবনের অঙ্গ' বলে মন্তব্য করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্য্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। তিনি বলেন, ‘পরিসংখ্যান জীবনের অঙ্গ। যখন এটা উপলব্ধি করে কেউ পড়েন, তখন তার জন্য সহজ হয়ে ওঠে। 'ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ বইটা পড়ে ছাত্র-ছাত্রী-শিক্ষকসহ অন্যরা উপকৃত হবেন বলে আমি দৃঢ় বিশ্বাসী। তাঁরা লেখককে স্মরণ করবেন আজীবন।’ 

আজ বিকেল ৪টায় অধ্যাপক ড. এ.এইচ.এম রহমতুল্লাহ ইমন রচিত ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ বইয়ের মোকড় উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক। 

মোকড় উন্মোচন করেন অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এ. কে. এম. কামরুজ্জামান খান, কোষাধ্যক্ষ মো. জহুরুল আলম, সদস্য মোহাম্মাদ আলী দ্বীন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. ওয়ালীউল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেজাউল করিম। 

মোকড় উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বইয়ের লেখক অধ্যাপক ড. এ.এইচ.এম. রহমতুল্লাহ ইমন তাঁর দীর্ঘ সময় ধরে লেখা ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ বইটিতে কীভাবে পরিসংখ্যানের গাণিতিক উপায়ে তথ্য সংগ্রহ, পর্যালোচনা এবং বিশ্লেষণ করা হয়েছে তা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও কোয়ান্টিফাইড মডেল ব্যবহার করে ডাটা সংগ্রহ গাণিতিক আকারে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা যায় তা সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, ‘বইটি পড়লে পাঠকদের ভিন্ন আঙ্গিকে স্ট্যাটিস্টিক সম্পর্কে জানার সুযোগ ঘটবে।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এমন অয়োজন করেছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ছাত্র অবস্থায় বইটি পড়তে পারলে আমরা সকলে আরো উপকৃত হতাম। ভবিষ্যতে বইটি যারা পড়বে তারা অবশ্যই উপকৃত হবে। রহমতুল্লাহ ইমন আরো বই লিখেছেন। তার মধ্যে ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ নামক বইটি অন্যতম। ভবিষ্যতে এধরনের অনুষ্ঠান আরো বড় পরিসরে আয়োজন করা হবে।’

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বিভিন্ন স্কুলেন ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটরসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ