হলের উৎসবে নবাব সেজে হাজির প্রভোস্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৫ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:৫৯ PM
জুলাই বিপ্লবের পর ‘বাংলাদেশ ২.০’ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজ-উদ-দৌলা হলে আয়োজন করা হলে ব্যতিক্রমী এক উৎসবের। এতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার আদলে সেজেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ। তার এমন সাজ ইতোমধ্যে ফেসবুকেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, গণঅভ্যুত্থান পরবর্তী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মনে আনন্দ ফিরিয়ে আনতে আবাসিক হলগুলোয় আয়োজন হচ্ছে বিভিন্ন ধরনের উৎসবের। এরই ধারাবাহিকতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল (পূর্ব নাম শেখ লুৎফর রহমান হল), শেরেবাংলা হল এবং নবাব সিরাজ-উদ-দৌলা হলেও উৎসবে মাতেন শক্ষিার্থীরা।
শুক্রবার (২৯ নভেম্বর) সিরাজ-উদ-দৌলা হলে এমন উৎসবের আয়োজন করা হয়। এদিন ‘নবাবী ভোজ’ উপলক্ষে কেনা গরু এবং ছাগল নিয়ে শোভাযাত্রা বের করেন শিক্ষার্থীরা। এতে নবাব সিরাজ-উদ-দৌলা সেজে অংশ নেন হলের প্রভোস্ট অধ্যাপক ফিরোজ মাহমুদ।
আরো পড়ুন: চুয়েটে ইন্টারনেটের ‘হতশ্রী’ অবস্থা, খোলে না পিডিএফ চলে না ইউটিউব
এ ছাড়া দড়ি টান, ফুটবল, ক্রিকেট, নবাবী যাত্রা (ঘোড়ার গাড়ি নিয়ে মিছিল), কালার ফেস্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বক্তব্যে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ শিক্ষার্থীদের এমন আয়োজনে সাধুবাদ জানান। পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিত্তবিনোদনের জন্য জরুরি উল্লেখ করে পরবর্তীতে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন তিনি।