ঢাবির সমাজকল্যাণ আন্ত:ইনস্টিটিউট বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আন্ত:ইনস্টিটিউট বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছে। সোমবার (২৭ মে) অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. গোলাম আজম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ডিবেটিং ক্লাবের সভাপতি মো. রেদওয়ান মোল্লা। 

এসময় প্রফেসর ড. মো. গোলাম আজম বলেন, আমাদের সাবেক ছাত্র যারা বিতর্কের সাথে জড়িত ছিল সবাই বর্তমানে নিজ নিজ পেশায় ভালো করছে। তিনি চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে সবাইকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে বিতর্ক চর্চার উপরে জোর দিতে উৎসাহিত করেন।  

এই প্রতিযোগিতা সংসদীয় পদ্ধতিতে সম্পন্ন হয় যেখানে ৮ দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় শাফি চৌধুরী, সালমা সিদ্দিকা হানি, ওয়াহিদা তাসনিম প্রভা। রানার-আপ হয় মো. ছালেহ আহমেদ নাসিম, মো. ইমরান হোসাইন, সাদিয়া হোসেন ঐশী।

ডিবেটিং ক্লাবের সভাপতি রেদওয়ান বলেন, ইনস্টিটিউটের ২৪ জন বিতার্কিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যা একটি বিশাল অর্জন। আমি প্রত্যাশা রাখি সমাজকল্যাণ ডিবেটিং ক্লাবের এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটকে পথ দেখাবে। 


সর্বশেষ সংবাদ