স্কিল ইনোভেশন ফেস্টের আয়োজন করেছেন আইইউটি শিক্ষার্থীরা

 ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজ
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজ  © টিডিসি ফটো

প্রথমবারের মত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কিল ইনোভেশন ফেস্ট। সোমবার (২৯ এপ্রিল) টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে পূবালী ব্যাংক পিএলসি ও লুমিনাস টেকনো ভেঞ্চার লিমিটেড পৃষ্টপোষকতায় এই ফেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সহ ওআইসিভুক্ত অনেক দেশের ছাত্র -ছাত্রী অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এই ফেস্টে প্রতিযোগীরা মোট তিনটি ইভেন্ট এ প্রতিযোগিতা করার সুযোগ পাবে। ইভেন্ট গুলো হচ্ছে, Project Showcasing, Quiz Competition, Presentation.

ফেস্টের প্রেসিডেন্ট মো: ইউসুফ জুলফিকার বলেছে, এটা প্রথম TVE ডিপার্টমেন্ট এর ফেস্ট, যেখানে বাংলাদেশ এর পাশাপাশি গাম্বিয়া,তুরস্ক এর ছাত্ররা অনলাইনে যুক্ত হবে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ভালো একটি ফেস্ট নামানোর জন্য আশা করি আমরা সবাইকে ভালো কিছু উপহার দিতে পারব।

এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে দুই লাখের মতো নগদ টাকার প্রাইজমানি সহ ক্রেস্ট,  সার্টিফিকেট। এছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতি গ্রুপের জন্য থাকবে টিশার্ট, দুপুরের খাবার, আকর্ষণীয় ম্যাগাজিন।

 

সর্বশেষ সংবাদ