সিমাগো র‌্যাংকিংয়ে একধাপ এগিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

সিমাগো র‌্যাংকিংয়ে সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সিমাগো র‌্যাংকিংয়ে সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সম্পাদিত

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন  চলতি বছরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এর মধ্যে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় একধাপ এগিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।  

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত চার বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ওঠানামা করেছে। গত বছর চবির অবস্থান ছিল অষ্টম। এর আগে ২০২২ সালে দশম এবং ২০২১ সালে ছিল পঞ্চম।  অর্থাৎ চার বছরে এ র‌্যাঙ্কিংয়ে চবির অবস্থান উন্নতির পাশাপাশি অবনতিও হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় এ বছর একধাপ উন্নতি করেছে, এতে আমরা আনন্দিত। তবে আমাদের প্রথম অবস্থানে যেতে যে বাধা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। আমাদের প্রথম অবস্থানে যেতে গবেষণায় আরো মনোযোগী হতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৯টি। সে হিসাবে এ বছর দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে। র‌্যাঙ্কিংয়ে এ বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের চারটি ও চীনের পাঁচটি বিশ্ববিদ্যালয়। অন্যটি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সিমাগো র‌্যাঙ্কিং অনুযায়ী ২০২৪ সালে সামাজিক প্রভাব বিবেচনায় দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

আরো পড়ুন: সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশের ৪১ বিশ্ববিদ্যালয়, প্রথম বিজিসি ট্রাস্ট

গবেষণায় দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

উদ্ভাবন সূচকে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সেকৃবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

আর সার্বিক বিবেচনায় (গবেষণা ৫০ শতাংশ, সামাজিক প্রভাব ২০ শতাংশ ও উদ্ভাবন ৩০ শতাংশ) সিমাগো র‌্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ