তদন্ত প্রতিবেদন

বাসা বন্ধ পেয়ে ভোরে বান্ধবীসহ হলের গেস্টরুমে অবস্থান নেন ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা কামরুল হাসান শুভ
ছাত্রলীগ নেতা কামরুল হাসান শুভ  © ফাইল ছবি

রংপুর থেকে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগ নেতা কামরুল হাসান শুভর এক বান্ধবী। গভীর রাতে আত্মীয়ের বাসার গেট বন্ধ পেয়ে ভোরে ঢাবির হলের গেস্ট রুমে ওই বান্ধবীকে নিয়ে অবস্থান করেন শুভ। তার দু’জন সেখানে অবস্থান নেন এবং ক্যান্টিন থেকে নাস্তা এনে খাওয়া-দাওয়া করে বেরিয়ে যান।

‘‘বান্ধবীসহ রাতে হলের গেস্টরুমে ছাত্রলীগ নেতার রাত্রিযাপনের’’ ঘটনা তদন্তে এমনটাই উঠে এসেছে। আলোচিত কামরুল হাসান শুভ হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ঘটনা তদন্তের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। হলের আবাসিক শিক্ষক মো. তৌহিদুল ইসলাম ও অধ্যাপক আজম স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। অনানুষ্ঠানিকভাবে জানতে পেরে আমরা ঘটনা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করেছি। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওরা হলে প্রবেশ করেছে ভোর ৫:৩৪ মিনিটের পরে (অর্থাৎ, সূর্যোদয়ের পরে)।

সবকিছু বিশ্লেষণ করে তদন্ত কমিটি একটা প্রতিবেদন দিয়েছেন। সেখানে কমিটি ওই ছাত্রলীগ নেতার কোনো ধরনের অপরাধ খুঁজে পায়নি। -হল কর্তৃপক্ষ

‘‘তার ভাষ্য অনুযায়ী বান্ধবী রংপুর থেকে রাতের কোচে ঢাকায় আসে। মোহাম্মদপুরে খালার বাসায় যাওয়ার কথা থাকলেও ওই বাসার গেট বন্ধ থাকায় তারা হলের গেস্টরুমে অবস্থান নেয়।’’

এর আগে গত বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেছেন, হলের অতিথি কক্ষে এত সকালে মেয়ে নিয়ে আসা নিষেধ। তবুও তিনি কেন মেয়ে নিয়ে এসেছিলেন আর কেনই বা এতক্ষণ অপেক্ষা করে চলে গেলেন সেটা আমরা জানি না। ঘটনা যাচাই করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

আরও পড়ুন: ইডেন ছাত্রীকে নিয়ে হলের অতিথি কক্ষে রাত কাটাল ঢাবি ছাত্রলীগ নেতা

তবে ওইদিন থেকে ঘটনা স্বীকার করলেও তিনি দাবি করেছিলেন, ওই বান্ধবীর সঙ্গে রাত্রিযাপনের বিষয়টি সত্য নয়। তিনি বলেছেন, সে রাতে আমার এক বান্ধবী রংপুর থেকে ঢাকায় তার আত্মীয়ের বাসায় আসেন। তার আসতে আসতে গভীর রাত হয়ে যাওয়ায় তার আত্মীয়ের বাসার গেট বন্ধ হয়ে যায়। তখন তাকে রিসিভ করে ভোর রাতে আমাদের গেস্টরুমে নিয়ে আসি।

thedailycampus‘রংপুর থেকে আসা’ বান্ধবীর সঙ্গে ছাত্রলীগ নেতা শুভ

হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের আরও বলা হয়েছে, ‘‘হলের গেস্টরুমে অবস্থানকালীন হলের সিকিউরিটি গার্ড, ঝাড়ুদার, ছাত্র ও অন্য কর্মচারীরা কাছাকাছি এলাকায় ছিল। হলের ছাত্ররা এসময় গেস্টরুমের ওয়াশরুমও ব্যবহার করেছে। তারা হলের কেন্টিন থেকে নাস্তা এনে খেয়েছে। পরে বেরিয়ে গেছে।’’

শুভ সামাজিক ন্যুইসেন্স তৈরির মতো একটা ঘটনা ঘটিয়েছে। ছেলেদের হলে এত ভোরে বান্ধবীকে নিয়ে আসা দৃষ্টিকটু হয়েছে। তাকে হলে সাময়িকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। -তদন্ত কমিটর সুপারিশ

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শনিবার রাতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম খান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও পরেরদিন সুর পরিবর্তন করে তিনি বলেছেন, ‘‘এ ঘটনায় আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। কমিটি ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। ছাত্রলীগ নেতা শুভর সঙ্গে কথা বলেছেন। সেখানে দায়িত্বে থাকা নিরপাত্তাকর্মীদের বক্তব্য নিয়েছেন। সবকিছু বিশ্লেষণ তারা একটা প্রতিবেদন দিয়েছেন। সেখানে কমিটি ওই ছাত্রলীগ নেতার কোনো ধরনের অপরাধ খুঁজে পায়নি। তবুও ওই নেতার এ ধরনের কর্মকাণ্ডে একটা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা হলের স্বাভাবিক পরিবেশের স্বার্থে এ ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি। একইসঙ্গে তাকে এ ঘটনায় শোকজ করা হয়েছে।’’

তদন্ত কমিটি প্রতিবেদনে দুইটি সুপারিশ করেছেন। প্রথমটি হলো তারা প্রাথমিক তদন্তে প্রত্যক্ষ অপরাধের কোনো প্রমাণ পায়নি। অপরটি হলো ছাত্রলীগ নেতা সামাজিক ন্যুইসেন্স তৈরির মতো একটা ঘটনা ঘটিয়েছে। ছেলেদের হলে এত ভোরে বান্ধবীকে নিয়ে আসা দৃষ্টিকটু হয়েছে। এমতাবস্থায় কমিটি মনে করে, কামরুল হাসান শুভকে হলে সাময়িকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হোক।

তবে ক্যাম্পাসের ও হলের একাধিক সূত্র অভিযোগ করেন, ওই দিন সন্ধ্যায় সেই বান্ধবীসহ ক্যাম্পাসে ঘুরতে দেখা যায় তাকে। এছাড়া বাসে ওই বান্ধবীর সঙ্গে ছাত্রলীগ নেতা শুভর ঘোরাঘুরির সময়ের একটি সেলফিও দ্যা ডেইলি ক্যাম্পাসে হাতে এসেছে।


সর্বশেষ সংবাদ