ঢাবির দু’টি ইউনিট ও সাত কলেজের বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৩, ০৯:০৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ, গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ানা হয়েছে। আজ রোববার (৩০ জুলাই) বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম অনলাইনে জমার তারিখ ২৯ জুলাই থেকে ৩০ জুলাই বেলা ৩টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর আগে শনিবার (২৯ জুলাই) সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।
এর আগেও একদফা সময়সীমা পরিবর্তন করা হয়েছিল। সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। সব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।
পরিবর্তিত সূচী অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজের সব ইউনিট, গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিট এ পাসকৃত শিক্ষার্থীরা ২৯ জুলাই পর্যন্ত বিষয় বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম অনলাইনে পূরণ করতে পারবেন বলে জানানো হয়েছিল। গত ১৬ জুলাই বিকেল ৩টা হতে এ কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।