১৯ জুন ২০২৩, ১০:৪২

জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪১ হাজার ভর্তিচ্ছু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। চতুর্থ শিফটের মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হবে।

সোয়া ৩টায় পঞ্চম শিফটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে। বিকেল ৪টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের মধ্য দিয়ে এ দিনের পরীক্ষা শেষ হবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৮৬টি আসনের বিপরীতে লড়াই করছেন ৪১ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়াই হচ্ছে ১০৮ জনের।

আগামীকাল মঙ্গলবার (২০ জুন) সকল ৯টায় শুরু হয়ে মোট ছয় শিফট ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এবার এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে দুই লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন পড়েছে।

প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৩৬ জন ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের কেউ আটক হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে।