চবিতে পটিয়া স্টুডেন্টস ফোরামের নবীনবরণ-প্রবীণ বিদায় অনুষ্ঠিত
- চবি প্রদায়ক
- প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৫:৪৩ PM , আপডেট: ১৩ জুন ২০২৩, ০৫:৪৩ PM
পালিত হয়েছে পটিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীণবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান। গতকাল রবিবার (১১ই জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির অডিটোরিয়ামে এই অনুষ্ঠান পরিচালিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ।
অনুষ্ঠানটির বিষয়ে সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান সায়েদ রাকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা নবীন বরণ অনুষ্ঠানে পটিয়া হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (২০২১-২২) সেশনে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় দিচ্ছি।
আরও পড়ুন:প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি লড়বে ৮ ভর্তিচ্ছু
আজকের এই অনুষ্ঠানে পটিয়ার জ্যোতির্ময় নক্ষত্রবৃন্দ যারা এই চবির শিক্ষার্থী তারা সবাই উপস্থিত হয়েছে তাই আমরা খুব আনন্দিত। পটিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পটিয়ার শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলো এবং থাকবে৷
অনুষ্ঠানে পটিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহফুজুল ইসলাম জিহান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক জাহেদ হাসান রোকন।
এছাড়াও অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান ড. কাজী আহমদ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজীম সিকদার সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।