ঢাবিতে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ, আবেদন শেষ ১৫ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৩, ০৯:১৭ AM
২০২৩ শিক্ষাবর্ষের জুলাই-ডিসেম্বর সেশনে মাটি, জল এবং পরিবেশ বিষয়ে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবেদন চলবে ১৫ মে ২০২৩ পর্যন্ত।
যোগ্যতা: মাটি/পানি/পরিবেশ/কৃষি/প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে ন্যূনতম সিজিপিএ ২.৫ অথবা ২য় বিভাগে বিএসসি (অনার্স) পাস। কোন পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
কোর্স ফি: লিখিত পরীক্ষা এবং ভাইভা-ভোস কোর্সের ফি ১ম সেমিস্টারের জন্য-- ভর্তি ৫০,০০০/- + টিউশন ফি ৬০,০০০/-) ২য় সেমিস্টারের টিউশন ফি ৬০,০০০/- টাকা
কোর্সের সময়কাল: ১ বছর (দুই সেমিস্টার)
ক্লাসের সময়: বিকাল এবং সপ্তাহান্তে (ক্লাস শুরু জুলাই, ২০২৩)
আবেদন যেভাবে: আবেদনের ভর্তির ফর্ম মাটি, জল এবং পরিবেশ বিভাগের অফিস থেকে ২,০০০/- টাকা আবেদন ফি দিয়ে সংগ্রহ করতে হবে।