মেট্রোরেল দেশের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী মাইলফলক: রাবি উপাচার্য 

  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মেট্রোরেলের উদ্বোধন দেশের যোগাযোগ উন্নয়ন ব্যবস্থার এক যুগান্তকারী মাইলফলক। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই কথা বলেন তিনি।

আরও পড়ুন: সমাবর্তনের ফি নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীদের অসন্তোষ

উপাচার্য বলেন, মেট্রোরেল উদ্বোধন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আরেকটি জনবান্ধব অর্জন। বিজয়ের মাসে এটা জাতির এক অনন্য উপহার। এই মেট্রোরেল বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের পথে আরো এক ধাপ এগিয়ে নিল। তাই এই কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, বুধবার বেলা ১১টায় স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয় এবং প্রথম যাত্রী হিসেবে টিকিট কাটেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ