সমাবর্তনের অর্ধমাস পরও কস্টিউম ফেরত দেয়নি অনেক গ্র্যাজুয়েট: ঢাবি

  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণকারী যেসব গ্র্যাজুয়েট শিক্ষার্থী একাডেমিক কস্টিউম (গাউন ও হুড) ফেরত দেয়নি, তাদেরকে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ফেরত দিতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনের প্রায় অর্ধমাস পর আজ রবিবার (৪ ডিসেম্বর) এ অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আরও পড়ুন: ছুরিকাঘাতে আহত শহীদ জিয়া মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এখনও অনেকে কস্টিউম দেননি। তাই কস্টিউম ফেরত না দেয়া অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটকে আগামী ৮ তারিখের মধ্যে তা ফেরত দিতে হবে।

প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষে কস্টিউম ফেরত প্রদান করে গিফট সংগ্রহের জন্য বলা হয়েছে। এই তারিখের মধ্যে একাডেমিক কস্টিউম ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিদিন বিলম্বের জন্য ৫০ টাকা হারে জরিমানা প্রদান করতে হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনের আগে ফেরতযোগ্য একাডেমিক কস্টিউম দেওয়া হয়। যা সমাবর্তনের পরে ফেরত দিতে হয় জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ