ঢাবি একটি অসাম্প্রদায়িক-মানবিক ক্যাম্পাস: উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক ও মানবিক ক্যাম্পাস হিসেবে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ, গবেষণাগার ও পাঠাগারের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

বুধবার (০৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান।

আরও পড়ুন: আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে: প্রধানমন্ত্রী

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টা প্রমুখ।
  
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি, সুযোগ-সুবিধা, বিভিন্ন দাফতরিক কার্যক্রম, সেবাসমূহসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে হবে। 

তিনি আরও বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সর্বদা সম্পৃক্ত থাকতে হবে। ক্যাম্পাসের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতন থাকতে হবে। উদ্ভাবনমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে সময়ের সদ্ব্যবহার করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ