‘বৈদেশিক অনুদানে গবেষণা পরিচালনায় উদ্যোগী হতে হবে’

সভায় উপস্থিত ইউজিসি ও ব্যাক ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দ
সভায় উপস্থিত ইউজিসি ও ব্যাক ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দ  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি অর্থায়নের পাশাপাশি বৈদেশিক অনুদানে গবেষণাকর্ম পরিচালনায় আরও উদ্যোগী হতে হবে। একইসাথে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করা প্রয়োজন এবং গবেষণায় বিনিয়োগে দেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১ নভেম্বর) ব্রাক ইউনিভার্সিটি কর্তৃক ১৬টি বৈদেশিক প্রকল্পের অনুদানের অর্থ গ্রহণ ও ব্যয় সংক্রান্ত বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি।

সভায় ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-পরিচালক মো. মহিবুল আহসান, ব্রাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, একটা সময়ে বৈদেশিক সহায়তায় দেশে অনেক গবেষণা হতো। বর্তমানে বেশ কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় বৈদেশিক অনুদানে গবেষণা পরিচালনা করছে এবং এই বৈদেশিক সহায়তায় গবেষণা পরিচালনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এসব গবেষণায় চমকপ্রদ তথ্যও উঠে আসছে। তিনি দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে গবেষণা চালিয়ে যেতে গবেষকদের অনুরোধ করেন।

তিনি আরও বলেন, মৌলিক গবেষণার ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে ইউজিসি থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ