বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-০২

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা   © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকটে যা বিরাট আতংকের একটি অধ্যায়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা হতাশা-উদ্বেগ লক্ষ্য করা যায়। কিভাবে পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো। শিক্ষার্থীদের মধ্যে নানান প্রশ্ন। শিক্ষার্থীদের এসব দুশ্চিন্তার কথা বিবেচনায় দ্যা ডেইলি ক্যাম্পাসে নিয়মিত থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ থাকছে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট:

১। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?

ক) সাধু খ) চলতি   গ) মিশ্র ঘ) আঞ্চলিক

২। ‘মাঠে ধান ফলেছে’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?

ক) ভাবাধিকরণ   খ) বিষায়াধিকরণ   গ) কালাধিকরণ   ঘ) স্থানাধিকরণ

৩। ‘টাকায় কী না হয়’ বাক্যে ‘টাকায়’ কোন কারক?

ক) করণ কারক   খ) অধিকরণ কারক  গ) অপাদান কারক  ঘ) বিভক্তি

৪। ‘কেউ কেটা’ বাগধারা দ্বারা বোঝায় কোনটি?

ক) অতি নির্মম   খ) সামান্য   গ) বেশি    ঘ) জঘন্য

৫. The word diabetic is-

    ক. Noun     খ. Adjective   গ. Pronoun ঘ. উভয় ক + খ

৬. The noun form of 'lose' is—

    ক. Losing     খ. Loss    গ. Loose    ঘ. Lost

৭. Verb of the word 'new' is—

    ক. Anew    খ. Newness   গ. Newly    ঘ. Renew

৮. He is little known. Here 'little' is—

    ক. Pronoun     খ. Verb   গ. adjective        ঘ. adverb

৯। ১টি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

    ক. ৪%    খ. ৫%   গ. ৬%    ঘ. ৭%

১০। টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

    ক. ৫০%    খ. ২৫%   গ. ১৫%    ঘ. ১০%

১১। কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

    ক. ৫০    খ. ৪৪   গ. ৭০    ঘ. ৬৫

১২। একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

    ক. ৯০    খ. ১০০   গ. ১২০    ঘ. ১১০

১৩। স্বাগত-এর সন্ধি বিচ্ছেদ কী?

    ক. সু + আগত   খ. স্বা + গত    গ. সু + গত   ঘ. সা + আগত

১৪. আশ্চর্য-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

    ক. আ+চর্য    খ. অ+চর্জ   গ. অ+চর্ঝ    ঘ. আ+য

১৫. কোন বানানটি শুদ্ধ?

    ক. সোনালী    খ. সোনালি   গ. সুনালী    ঘ. শোনালি

১৬. কোন বানানটি শুদ্ধ?

    ক. গৃহস্থ    খ. বাসস্থান  গ. উভয়টি   ঘ. কোনোটিই নয়

১৭. নিচের কোন বানানটি অশুদ্ধ?

    ক. ইংরেজি    খ. প্রধানতঃ    গ. প্রথমত    ঘ. পদবি

১৮। ‘নিমরাজি’ এখানে ‘নিম’ কোন উপসর্গ?

    ক. বাংলা    খ. আরবি    গ. হিন্দি    ঘ. ফারসি

১৯. ডাল-ভাত কোন অর্থে দ্বিরুক্তি হয়েছে?

    ক) সমার্থক            খ) মিলনার্থক    গ) বিপরীতার্থক    ঘ) ভিন্নার্থক

২০. বই-টই নিয়ে পড়তে বসো। এখানে ‘বই-টই’ কী?

    ক) যথাদ্বিরুক্তি  খ) অনুচর দ্বিরুক্তি    গ) সমার্থক দ্বিরুক্তি    ঘ) বিপরীতার্থক দ্বিরুক্তি

২১. একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত?

    ক) ৬০ মিটার খ) ১২০ মিটার   গ) ১৮০ মিটার ঘ) ৩৬০ মিটা

২২. একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭, এদের অন্তরফল ৩, ভগ্নাংশটি কত?

    ক) ৫/২ খ) ২/৫ গ) ৩/৪ ঘ) ৪/৫

২৩. কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ওই সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?

     ক) ৭৭৫০ খ) ৭৮৯৬    গ) ৮৭৫৬ ঘ) ৭৮৬৯

২৪. একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে ৫/৬ অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা ১২০ জন বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত?

     ক) ২৫ জন খ) ৩৫ জন   গ) ৩০ জন ঘ) ২০ জন

২৫. ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

     ক) ১/২৫ খ) ১/১৯    গ) ১/১৫    ঘ) ১/১২

২৬. নিচে বর্ণিত ভগ্নাংশের কোনটি ১/২-এর চেয়ে বেশি?

     ক) ৭/১৫ খ) ৩০/৬১    গ) ৩১/৬০ ঘ) কোনোটিই নয়

২৭। Choose the correct sentence:

     a. The earth is around.     b. A earth is around.     c. Earth is around.    d. The earth are around.

২৮। Lake Chilka is — the Orissa.

     a. in       b. of       c. with       d. none

২৯. Hasan is — Japanese.

      a. a           b. an     c. the    d. a & b

৩০. Which one is correct?

      a. The English is an international language.       b. English is an international language.        c. a & b           d. none

 

উত্তরমালা: ১.খ  ২.ঘ  ৩.ক  ৪.খ  ৫.ঘ  ৬.খ  ৭.ঘ  ৮.ঘ  ৯.খ ১০.ক  ১১.ঘ  ১২.খ  ১৩.ক  ১৪.ক  ১৫.খ  ১৬.গ  ১৭.খ  ১৮.ঘ  ১৯.ঘ  ২০.খ  ২১.ঘ  ২২.খ ২৩.খ  ২৪.গ  ২৫.ঘ ২৬.গ  ২৭.ক  ২৮.ক  ২৯.ক  ৩০.খ 


সর্বশেষ সংবাদ