বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-০১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মে ২০২২, ০১:৫৬ PM , আপডেট: ১০ মে ২০২২, ০১:৫৬ PM
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকটে যা বিরাট আতংকের একটি অধ্যায়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা হতাশা-উদ্বেগ লক্ষ্য করা যায়। কিভাবে পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো। শিক্ষার্থীদের মধ্যে নানান প্রশ্ন। শিক্ষার্থীদের এসব দুশ্চিন্তার কথা বিবেচনায় দ্যা ডেইলি ক্যাম্পাসে নিয়মিত থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ থাকছে বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট:
১। যা অস্ত যাচ্ছে, এক কথায় তাকে কী বলে?
ক) উদীয়মান খ) অস্তায়মান গ) ডুবন্ত ঘ) উদিত
২। ‘তুলাধুনা করা’ বাগধারার অর্থ কোনটি?
ক) দুর্দশাগ্রস্ত খ) ভণ্ড গ) স্বস্তি ঘ) কোনোটাই নয়
৩। ‘ছাত্ররা ক্রিকেট খেলে’এ বাক্যে ‘ক্রিকেট’ কোন কারক?
ক) করণ কারক খ) কর্ম কারক গ) অধিকরণ কারক ঘ) সম্প্রদান
৪। ‘টাকায় কী না হয়’এখানে ‘টাকায়’ কোন কারক?
ক) করণ কারক খ) অধিকরণ কারক গ) অপাদান কারক ঘ) বিভক্তি
৫। অভিযাত্রী, মানুষ কোন পদ?
ক. বিশেষ্য পদ খ. বিশেষণ পদ গ. সর্বনাম পদ ঘ. ক্রিয়াপদ
৬। ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’—বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?
ক. সমন্বয়ী খ. অন্বয়ী গ. পদান্বয়ী ঘ. অনুকা
৭। ‘আ মরি বাংলা ভাষা’—এ চরণে ‘আ’ দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. আশাবাদ খ. আবেগ গ. আনন্দ ঘ. আনুগত্য
৮। দ্যুলোক-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দিব্ + লোক খ. দিব + লোক গ. দিব + লুক ঘ. কোনোটিই নয়
৯। মনোযোগের সন্ধি কোনটি?
ক. মনঃ + যোগ খ. মোনঃ + যোগ গ. মন + যোগ ঘ. কোনটিই নয়
১০। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
ক. দৈনিক খ. অন্যান্য গ. বিদ্যালয় ঘ. সংবাদ
১১। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে সংখ্যা তিনটির যোগফল কত?
ক. ২৪ খ. ২৭ গ. ৩০ ঘ. ২১
১২। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
ক. ৭ খ. ২ গ. ৩ ঘ. ৫
১৩। দু’টি সংখ্যার যোগফল ৫৫। বড়টির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দু’টি হবে?
ক. ২৫, ২০ খ. ১৫, ৩০ গ. ৩০, ২৫ ঘ. ৩০, ২০
১৪। ১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বছরের সুদ-আসলে কত টাকা হয়?
ক. ২০ খ. ২১ গ. ১২০ ঘ. ১২১
১৫। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৩ বছরের সুদ ১০৮ টাকা হলে আসল কত?
ক. ৪০০ খ. ৫০০ গ. ৬০০ ঘ. ৭০০
১৬। X টাকা X% সরল সুদে ৪ বছরের সুদ X টাকা হলে X=?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৫৫%
১৭। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
ক. ৬ খ. ৮ গ. ১০ ঘ. ১২
১৮। একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
ক. ৫:৪ খ. ৪:৫ গ. ৫:৬ ঘ. ৬:৫
১৯। ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক. ৬ খ.৫ গ. ৪ ঘ. ৩
২০। টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
২১. Which of the following words can be used as a verb?
ক. Mister খ. Master গ. Mastery ঘ. Mistress
২২. Adjective of the word 'People' is—
ক. Popularity খ. Popularize গ. Populous ঘ. Popular
২৩. Adjective of 'Circle' is—
ক. Circular খ. Circulation গ. Circulate ঘ. Encircle
২৪. He had written the book before he—.
ক. had retired খ. Retired গ. will be retired ঘ. has retired
২৫. I—here since 1980.
ক. live খ. am living গ. have been living ঘ. lived
২৬. Why—return the money?
ক. you did not খ. you গ. did you not ঘ. you didn’t
২৭. He watched the boat--down the river.
ক. to float খ. was floating গ. floating ঘ. had floated
২৮. They would like--cricket.
ক. play খ. to play গ. playing ঘ. played
২৯. The man is so ill that he--not walk for a while.
ক. can খ. could গ. did ঘ. was
৩০. I am looking forward--you.
ক. to have seen খ. seeing গ. to see ঘ. to seeing
উত্তরমালা: ১.খ ২.ক ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.গ ৮.ক ৯.ক ১০.ঘ ১১.খ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ক ২১.খ ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ