০৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৭

ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের সঙ্গে ঢাবি সাদা দলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন কমিটির নেতারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাদা দলের কেন্দ্রীয় কমিটির গতকাল বৃহস্পতিবারের (২ জানুয়ারি) সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের স্ব স্ব অফিসে এই সাক্ষাতে মিলিত হয়েছেন নেতৃবৃন্দরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহবায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন সাদা দলের সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফুর রহমান, সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান,  আইবিএ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক সাইফুদ্দিন, কলা অনুষদের আহ্বায়ক অধ্যাপক এম এ কাউসার, বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, বিজনেস স্টাডিজ অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ ও প্রতিনিধি অধ্যাপক মো. আল আমিন, জীব-বিজ্ঞান  অনুষদের আহ্বায়ক  অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ফার্মেসি অনুষদের আহ্বায়ক  অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. আশিকুল আলম রানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আহ্বায়ক অধ্যাপক শাহ শামীম আহমেদ এবং  আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সাদা দলের ২০২৫-২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওইদিন কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে সংগঠনের সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে আহ্বায়ক আর রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামকে যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে যুগ্ম আহ্বায়ক (উত্তর) করে সভায় নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।