ভাঙলো ঢাবির সাদা দল, বিএনপিপন্থী শিক্ষকদের একাংশের নতুন কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ PM
সাদা দল থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাব মিটিং রুমে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।
কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আলমুজাদ্দেদী আলফেছানী এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ উল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
উপদেষ্টা করা হয়েছে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজি, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ শফিক আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম এবং ইইই বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন-কে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অচিরেই প্রত্যেকটি অনুষদের জন্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে সন্ধ্যায় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালামকে যুগ্ম আহ্বায়ক (উত্তর ও দক্ষিণ) করে দলটির একটি অংশ কমিটি গঠন করে।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য ওই কমিটি করা হয়। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।