ঢাবিতে সব চাকরির পরীক্ষার নম্বরসহ ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ PM
কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরিতে নিয়োগ, প্রতিটি নিয়োগ পরীক্ষার নম্বরসহ ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ, ঢাবি শিক্ষার্থী রাকিব, নূরুল আবসার, মামুন, আল আমিন মিরা, আব্দুল ওয়াহিদ, মহি উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, আসাদ প্রমুখ।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ বলেন, ‘‘সকল সরকারি চাকরির পরীক্ষায় প্রিলি, রিটেন ও ভাইবার নাম্বার সহ ফলাফল প্রকাশ করলে অনিয়ম, দুর্নীতি ও গোঁজামিলের সুযোগ থাকবে না। এতে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা চাকরি পাবে।’’
তিনি এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরির পরীক্ষা আয়োজনের দাবি জানান।