স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি

  © সংগৃহীত

জাতীয় শিক্ষানীতি অনুসারে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি জানিয়েছে 'স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন জাতীয় কমিটি'। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান সংগঠনটির নেতারা। আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বর্তমানে বিপুল সংখ্যক মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি কলেজ, সরকারি কলেজ তদারকিসহ অন্যান্য কার্যক্রম চালাতে হিমসিম খাচ্ছে। তাই মাধ্যমিক শিক্ষা প্রশাসনের কাজে গতি, বিদ্যালয় পরিদর্শন ও তদারকি ব্যবস্থা জোরদার এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ এর প্রস্তাবনা অনুযায়ী মানসম্মত আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করাসহ জাতীয় শিক্ষাক্রম ২০২১ মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য ‘স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ একান্ত প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও খুলনা অঞ্চল বাসমাশিসের সভাপতি মমতাজ খাতুন, বাস্তবায়ন কমিটির মুখপাত্র মো. ওমর ফারুক, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ঢাকার সিনিয়র শিক্ষক ও বাসমাশিস ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহাসচিব ও মৌলভীবাজার জেলা বাসমাশিসের সাধারণ সম্পাদক মানজু মিয়া সরকার, বাসমাশিস খুলনা অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মঞ্জু, শিক্ষক নেতা মাহমুদা খাতুন, গাজী আজিজুর রহমান, রিজবি আহমেদ খান, আল মাসুম লিয়েন, অপূর্ব সরকার, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, মো. সালাউদ্দিন ও সালেহ উদ্দিন কাওসার।


সর্বশেষ সংবাদ