গুগলে চাকরি পেলেন জাবির আরাফ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৩:২৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২২, ০৩:২৬ PM
বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরাফ রহমান।
আরাফ রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
এদিকে আরাফ রহমানের গুগলে চাকরি পাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি গ্রুপে পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি গুগলের তাইওয়ানের তাইপেই অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গত ২৩ মে যোগ দিয়েছেন।
গুগলে চাকরি পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ভোলা জেলায়।