প্রথম বিসিএসে পররাষ্ট্রে প্রথম ঢাবির আবির
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ শিক্ষার্থী আবির হোসেন। ৪৩তম বিসিএস তার প্রথম বিসিএস ছিল বলে তিনি জানান।
মঙ্গলবার রাতে ফেসবুকের এক লাইভে তিনি তার অনুভূতি জানাতে গিয়ে এসব কথা বলেন।
এর আগে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
অনুভূতি জানাতে গিয়ে পররাষ্ট্রে প্রথম ঢাবি শিক্ষার্থী আবির হোসেন বলেন, বিসিএসের এই লম্বা সময় ধরে পরিবার অনেক সাহায্য করেছে। আমি যেখানে জব করতাম সেখানে কলিগরাও সাহায্য করেছে।
বিসিএসের আবেদনের বিষয়ে তিনি বলেন, ৪৩তম আমার প্রথম বিসিএস। আমি এপিয়ার্ড দিয়ে আবেদন করেছিলাম। পররাষ্ট্রে প্রথম চয়েজ খুব ভেবে চিন্তে দেইনি। অনেকে দেয় তাই আমিও দিয়েছিলাম। তবে পরে এই বিষয়ের উপর আমার আগ্রহ জাগে।
বিসিএসে ভালো করতে অনুশীলনের মাধ্যমে ভয় কাটানোর পরামর্শ দেন ঢাবির এ শিক্ষার্থী।