ভর্তি পরীক্ষা
আইইউটিতে প্রথম মাহবুবা ফিহা, ব্যথিত হয়েছিলেন বুয়েট শর্ট লিস্টে নাম না আসায়
- আইইউটি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:৪৪ AM , আপডেট: ২৭ মে ২০২৩, ০৮:৫৩ AM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মাহবুবা ফিহা। আইইউটিতে প্রথম হলেও ফিহার আক্ষেপ থেকে গেছে। সে কথা তিনি সবাইকে জানিয়েছেনও। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সংক্ষিপ্ত তালিকায় নাম আসেনি তার।
ফিহা গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে এইচএসসির এ পরীক্ষায় ভালো ফল না হওয়ায় বুয়েটের সংক্ষিপ্ত তালিকায় তিনি ছিলেন না বলে ধারণা তার। ফলে বুয়েটের পরীক্ষায় অংশগ্রহণও করতে পারেননি তিনি।
গত ৬ মার্চে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “আমার বুয়েটের শর্টলিস্টে নাম আসে নাই। এইচএসসিতে কম পেয়েছি তাই। কেমনে কম পেয়েছি তাও জানি না, আমার মতো একই প্রশ্নে একই উত্তর লিখে অনেকেই বেশি পেয়েছে আমার চেয়ে। তিন বছরের প্রিপারেশন ছিলো আমার, সেটা কথা না। কথা হলো, যারা মেডিকেল এর জন্য প্রিপারেশন নিয়েছ, ম্যাথ দেখলে বমি পায়, কলিজার বন্ধু/ বান্ধবীরটা দেখে এইচএসসি তে ম্যাথ এ ২০০/২০০ পেয়েছ, বুয়েটে ঘুরতে যাবা তাই ফর্ম তুলেছ, তোমাদের জন্য আমার মত অনেকে পরীক্ষা দিতে পারল না। তোমাদের জীবনে অনেক ভালো কিছু আসুক। কোনোদিন এমন দিন না আসুক যেন তিন বছর রাতের পর রাত না ঘুমিয়ে প্রিপারেশন নেওয়ার পর জানতে পারলা তুমি পরীক্ষাই দিতে পারবা না। এখন বলতে আইসো না যে এইচএসসি তে ভালো নাম্বার পাওয়াও তো একটা যোগ্যতা। আমারটা দেখে লিখে আমার চেয়ে বেশি পেয়েছে এমন মানুষ অনেকেই আছে। যাই হোক, তোমরা সুখে থাকো, শুধু দোয়া চাই আমারো যাতে জীবনে কিছু একটা হয়।”
আরও পড়ুন: ভর্তিচ্ছুরা বাড়ি পৌঁছানোর আগেই ফল প্রকাশ করল আইইউটি
ফেসবুক স্ট্যাটাসে বলেন, “বুয়েটের শর্টলিস্টে নাম না আসার পরে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। এর আগে আমি একাদশ থেকে প্রস্তুতি নিয়েছি। এপ্রিল ২৭ এর পরে বই পড়ার মত মানসিক অবস্থা আমার ছিল না। যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।”
এর আগে শুক্রবার (২৬ মে) রাতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ পরীক্ষার ফলাফল করে বিশ্ববিদ্যালয়টি। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।