হরতাল সমর্থনে ঢাবিতে মশাল মিছিল

মশাল মিছিল
মশাল মিছিল  © সংগৃহীত

দেশে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম জোট। হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

বুধবার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সরকার দেশের সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে গেছে  শিক্ষার্থীরাও এর ভুক্তভোগী। হরতালের সমর্থন করে আগামীকাল আমরা মিছিল বের করবো। মিছিলে সব ছাত্র জনতাকে শামিল হওয়ার আহবান জানাচ্ছি

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীলের নেতৃত্বে এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ