২২ জুলাই ২০২২, ২১:০০

ঢাবি এসএম হল ছাত্রদলের সভাপতি শাওন, সম্পাদক রাজু

ঢাবি এসএম হল ছাত্রদলের সভাপতি শাওন, সম্পাদক রাজু
সভাপতি শাওন ও সম্পাদক রাজু  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) শাখা ছাত্রদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২২ জুলাই) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটির অনুমোদন দেন।

নব গঠিত কমিটিতে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির  সদস্য মো.নাছির উদ্দিন শাওন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির আরেক সদস্য মো.রাজু আহমেদ। 

একই সাথে বিদ্যমান এসএম হলের স্থগিত কমিটিও বাতিল করা হয়েছে। আগামী পনের দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে পরামর্শ ক্রমে হল কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কাছে জমা দেওয়ার কথা বলা হয়। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আজিজুল হক সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই সিদ্ধান্তের কথা জানানো হয়।