ইডেন কলেজের সেই ছাত্রলীগ নেত্রী শাস্তি পাচ্ছেন

সুস্মিতা বাড়ৈ
সুস্মিতা বাড়ৈ  © ফাইল ফটো

সাংবাদিককে গালি দেওয়া ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রবিবার গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

এর আগে দেশের একটি অনলাইন গণমাধ্যমের ঢাকা কলেজ প্রতিনিধি সুস্মিতাকে বিবাহিত হয়েও ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ওই প্রতিবেদককে অকথ্য ভাষায় গালি দেন। পরে সে কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে আল নাহিয়ান খান জয় বলেন, সাংবাদিকদের সাথে এমন আচরণ কখনোই কাম্য নয়। তার এই কাজে ছাত্রলীগ কখনোই সাপোর্ট দেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সাংবাদিকদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

প্রসঙ্গত, গত ১৩ মে রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতির পদ পান সুস্মিতা বাড়ৈ। তবে তিনি বিবাহিত বলে অভিযোগ ওঠে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কারো ছাত্রলীগের পদ পাওয়ার এখতিয়ার নেই।


সর্বশেষ সংবাদ