আমরা পুলিশ-ম্যাজিস্ট্রেট হতে পারতাম, কিন্তু....

বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখছেন নুর
বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখছেন নুর  © সংগৃহীত

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা পড়াশোনা শেষ করে পুলিশ অফিসার হতে পারতাম, ম্যাজিস্ট্রেট হতে পারতাম। কিন্তু তা না হয়ে দেশ ও জাতির স্বার্থে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্র আন্দোলনের পর যুব অধিকার সংগঠন ও শ্রমিক সংগঠনকে সংগঠিত করে গণ মানুষের দল গণ অধিকার পরিষদ গঠন করেছি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির রাজনৈতিক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, দেশে নেতৃত্ব দিতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। তার মতে, রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগামীতেও তারা ব্যর্থ হবে যদি সঠিক নেতৃত্ব না থাকে। একমাত্র নির্লোভ সাহসী তরুণেরাই আগামীতে নেতৃত্ব দিতে পারবে, যারা জীবনের পরোয়া করে না।

“এখন আমাদের দরকার নাগরিক ঐক্য, একটি রাজনৈতিক কর্মসূচি। আমরা সেই কর্মসূচি নিয়ে সারা দেশে যাবো। যারা আমাদের প্রতিহত করা হুমকি দিচ্ছে তাদের বলবো, ইতিহাস থেকে শিক্ষা নাও। কোনও স্বৈরশাসক তাদের সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে পারে নাই।”

জাতীয় সরকার গঠনের আহবান জানিয়ে ক্ষমতাসীনদের উদ্দেশে নুর বলেন, রাজনৈতিক সংকট উত্তরণে দেশকে সংঘাত থেকে রক্ষার জন্য জাতীয় সরকার নিয়ে আলোচনা করুন। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করুন।


সর্বশেষ সংবাদ