নূর হোসেনের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে: নুর

 নুরুল হক নুর
নুরুল হক নুর  © টিডিসি ছবি

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর অভিযোগ বলেছেন, ‘নুর হোসেনের আত্মত্যাগ ৯০ এর গণআন্দোলনকে বেগবান করেছিল। আওয়ামী লীগ নুর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই তার রক্তের সঙ্গে বেঈমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে। স্বৈরাচার এরশাদের জোট করে তারা মহাস্বৈরাচারে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে।’

বুধবার (১০ নভেম্বর) ‘শহীদ নূর হোসেন দিবসে’ গুলিস্তান জিরো পয়েন্ট শহীদ নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন নুর। এ সময় দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া উপস্থিত ছিলেন।

বুধবার (১০ নভেম্বর)  শহীদ নুর হোসেন দিবসে গুলিস্তান জিরো পয়েন্ট শহীদ নুর হোসেন চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ করে সামরিক স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালে পুলিশের গুলিতে নিহত নুর হোসেনের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ অধিকার পরিষদ। এসময় দলটির সদস্য সচিব নুর সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলন, নুর হোসেনের আত্নত্যাগ ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকা আজকের স্বৈরাচার পতনেও নুর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা জনগণকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষকে তার হারানো অধিকার ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে একটি শক্তিশালী গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো।গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের জনগণকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা দেশে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাবো।

নুরুল হক নুর বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক নেতৃবৃন্দের। তাই আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নুর হোসেনের আত্নত্যাগের চেতনাকে ধারণ করে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মাহফুজ খান, সোহরাব হোসেন, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতাউল্লা, যুগ্ম সদস্য সচিব ফাতেমা তাসনিম, জিলু খান, সহকারী সদস্য সচিব খাইরুল কবীর, নাজমুল হুদা প্রমুখ।
একই সময়ে শহীদ নূর হেসেন তত্ত্বরে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃত্ববৃন্দও পুষ্পস্তবক অর্পণ করেন।


সর্বশেষ সংবাদ