আরবি পড়লে কর্মসংস্থান হবে: ডা. জাফরুল্লাহ

গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন ডা. জাফরুরল্লাহ
গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন ডা. জাফরুরল্লাহ  © সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুরল্লাহ চৌধুরী বলেছেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে আরবি পড়াতে হবে। ক্লাস সিক্স-সেভেন থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না, কিন্তু আরবি পড়তে হবে। আরবি পড়লে কর্মসংস্থান হবে। অন্যান্য ভাষার যেসব যুবক-যুবতী আছে, কারও কর্মসংস্থানের অভাব হবে না।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যালয়ে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুরল্লাহ বলেন, আমাদের শ্রমিকরা যে পরিমাণ আয় করে, তার চেয়ে বেশি টাকা আয় হবে। তরুণদের যদি ছয় মাসের একটি ট্রেনিং দেওয়া যেত বয়স্কদের সেবার, তাহলে খুব ভালো হতো। কারণ, এই খাতে ব্যাপক চাকরি আছে।

তিনি বলেন, আজকে দেশের সবার উন্নতি হতে পারে, যদি ভালো সরকার হয়, তরুণরা ক্ষমতায় যেতে পারে। এই নতুন উদ্যোগকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই।                                 

নতুন দলের উদ্দেশে তিনি বলেন, দলে কেউ যদি অন্যায় করে থাকে, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজকে একটি জাতীয় সরকারের অধীনে দু’বছর সময় না পেলে বাংলাদেশে কোনও কিছু সঠিক করা যাবে না বলে উল্লেখ করেন তিনি। 


সর্বশেষ সংবাদ