শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে সমাবেশ

জয়পুরহাটের পাঁচুরমোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়
জয়পুরহাটের পাঁচুরমোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়  © টিডিসি ফটো

অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

বুধবার (২৫ আগস্ট) সকালে জয়পুরহাটের পাঁচুরমোড়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ছাত্র কাউন্সিলের জয়পুরহাট জেলার আহ্বায়ক রেহেনা পারভিন খুশির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জয়পুরহাট জেলার সমন্বয়ক ওবায়দুল্লাহ মুসা, জেলা ছাত্র কাউন্সিলের সদস্য সচিব সোহান কাদির, সদস্য আসাদুজ্জামান চৌধুরী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, করোনাকালীন প্রায় ১৯ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার কিন্তু অর্থনীতিক চাকা সচল করতে লকডাউনের নামে মানুষকে স্বাস্থ্য নিরাপত্তায় রাখার চেষ্টা করলেও তা নামকাওয়াস্তে লকডাউনে পরিণত হয়েছে। দেশের অফিস আদালত, ব্যাংক বিনা, যানবাহন, দোকান পাট সবকিছুই খোলা কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এটা শিক্ষা ধ্বংসের নয়া চক্রান্ত। তাই আমরা দাবি জানাই বিপন্ন শিক্ষা বাঁচাও, শিক্ষার্থীদের বাঁচাও। অবিলম্বে শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে এসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের করোনাকালীন গত এক বছরের বেতন-ফি মওকুফ করতে হবে। কিন্ডারগার্টেনসহ অন্যান্য সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত এক বছরের বেতন-ভাতা সরকারকে দিতে হবে। সেই সাথে আর্থিক ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানান ছাত্রনেতারা।


সর্বশেষ সংবাদ