বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবি যুব জোটের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৮:৩০ AM , আপডেট: ০৬ জুন ২০২১, ০৮:৩০ AM
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপর প্রস্তাবিত ১৫% আয়কর প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট এবং বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন)। শনিবার (৫ জুন) সংগঠন দুটির যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়।
সমাবেশে করোনায় কর্মহীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনা, বেকার যুবকদের ডাটাবেজ তৈরি করে কর্মসংস্থান অথবা বেকার ভাতা প্রদানেরও দাবি জানানো হয়।
আরো পড়ুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপের প্রতিবাদ, মাঠে নামছে শিক্ষার্থীরা
জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, প্রকৌশলী হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) আহসান হাবিব শামীম, সহ-সভাপতি মাসুদ আহম্মেদ, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপর প্রস্তাবিত ১৫% আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সমন্বিত অনলাইন-অনসাইট শিক্ষা কার্যক্রম চালুসহ শিক্ষার স্বাভাবিক কার্যক্রম শুরুর লক্ষে জরুরি ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিন দিতে হবে। শিক্ষা খাতে বাজেটের ৮% বরাদ্দ নিশ্চিত করতে হবে।
প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রীয় অর্থ-সম্পদ লুটপাট-দুর্নীতি-অপচয়-ভোগ-বিলাস ও অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, করোনায় কর্মহীন আয়হীন যুবকদের সামাজিক সুরক্ষার আওতায় আনা, বেকারদের কাজ অথবা বেকার ভাতা প্রদান, দেশে-বিদেশে চাকরি প্রার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও ব্যাংকিং সহায়তা দিতে হবে।