ডাকসু নির্বাচন

আজ প্যানেল ঘোষণা করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা

ঢাবির কার্জন হল এলাকায় নির্বাচনী প্রচারণায় কোটা আন্দোলনকারী
ঢাবির কার্জন হল এলাকায় নির্বাচনী প্রচারণায় কোটা আন্দোলনকারী  © ফাইল ফটো

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সে লক্ষ্যে আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের প্যানেল ঘোষণা করবে তারা। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ প্যানেল ঘোষণা করা হবে।

দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হবে বলে পরিষদের নেতারা জানিয়েছেন। বেলা সাড়ে ১১ টার দিকে পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে। পরে নেতারা নিজ নিজ হলে গিয়ে মনোনয়ন ফরম তুলবেন। তবে কোথায় সংবাদ সম্মেলন করা হবে তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি। 

ডাকসু নির্বাচনে কয়েকটি ছাত্র সংগঠনের সাথে জোট গঠন করে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল করার বিষয়ে গুঞ্জন উঠেছিলো। তবে তা নাকচ করে দিয়ে এককভাবে নির্বাচনে যাওয়ার কথা জানিয়েছিলেন তারা। তবে নির্বাচনের পরিবেশ ঠিক করা বা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সবাই একসাথে আন্দোলন করবে বলে জানান  পরিষদের নেতারা।

ডাকসু নির্বাচনের পর থেকেই ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ব্যানার, পোস্টার বিতরণ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের মতই শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন নেতারা। প্রতিদিনই ক্যাম্পাসের কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরী, টিএসসি, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ জায়গায় প্রচারণা চালাচ্ছেন তারা।


সর্বশেষ সংবাদ