সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

হামলার প্রতিবাদে বাংলামোটরে বিক্ষোভ করেন বেসিরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
হামলার প্রতিবাদে বাংলামোটরে বিক্ষোভ করেন বেসিরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা  © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নবগঠিত ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে’র আত্মপ্রকাশ ঘিরে দ্বন্দ্বের জেরে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হলে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক এম.জে এইচ মঞ্জু এক বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ। সুযোগ সন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের সব কর্মসূচি স্থগিত করা হলো।

এর আগে হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হলে পরদিন ‘ঢাকা ব্লকেড’র হুঁশিয়ারি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

আরো পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের মূল সড়ক ব্লকেড করে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতির বন্ধ করতে হবে। 


সর্বশেষ সংবাদ