হলের শিক্ষার্থীদের ফ্যান উপহার দিল ঢাকা কলেজ ছাত্রদল

ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসের ডাইনিংয়ে জন্য ফ্যান তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতারা
ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসের ডাইনিংয়ে জন্য ফ্যান তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতারা  © টিডিসি

ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসের ডাইনিংয়ে একটি ফ্যান নষ্ট হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণে নতুন একটি ফ্যান শিক্ষার্থীদের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পশ্চিম হলের সামনে ভারপ্রাপ্ত হল প্রভোস্ট কামরুজ্জামানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ উপহার দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্যসচিব মিল্লাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইমন ইমু, শামীম হাওলাদার, ইমরান হোসাইন রাজ, হোসাইন আহমেদ সিজানসহ আহ্বায়ক সদস্যরা।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারি রাতে সরস্বতী পূজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা। এ সময় তারা জানতে পারেন, ডাইনিং রুমের একটি ফ্যান দীর্ঘদিন ধরেই নষ্ট। তাৎক্ষণিকভাবে ফ্যান উপহার দেওয়ার ঘোষণা দেন ছাত্রদলের নেতারা।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় আটক শিক্ষার্থী বুটেক্সের

এ বিষয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষর্থী প্রিতম বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম হলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ছাত্রদলের নেতারা। ওই সময় তারা লক্ষ্য করেন, ডাইনিং রুমের ফ্যান নষ্ট। বিষয়টি আমাদের জন্য অপ্রীতিকর, সেটা তারা উপলব্ধি করে সিদ্ধান্ত নেন আমাদের জন্য একটি ফ্যান উপহার দেবেন। কথামতো আজ (রবিবার) পশ্চিম হলের প্রভোস্ট স্যারের মাধ্যমে তারা ফ্যান হস্তান্তর করেছেন। এতে আমরা আনন্দিত সবাই। আশা করি সামনেও এমন ভালো কাজ করবে ছাত্রদল।’

পশ্চিম হলের ইংরেজি বিভাগের শিক্ষার্থী চৈতন্য বলেন, ‘পশ্চিম হলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতারা। পুরস্কার বিতরণের এক পর্যায়ে তারা লক্ষ্য করেন ফ্যান নষ্ট।  গরমের দিনে আমাদের অনেক কষ্ট হয় তারা এই বিষয়টি উপলব্ধি করে ঘোষণা করেন যে নতুন ফ্যান দেবেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সংগ্রামী আহ্বায়ক পিয়াল হাসান ভাই ও মিল্লাত ভাই আমাদের হল প্রভোস্টের মাধ্যমে ফ্যান হস্তান্তর করেছেন। এতে আমরা পশ্চিম হলের শিক্ষার্থীরা খুবই আনন্দিত। ঢাকা কলেজ ছাত্রদল শাখার এমন জনমাধ্যম কর্মসূচিতে আমরা আনন্দিত।’

আরও পড়ুন: রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মিল্লাদ হোসেন বলেন, ‘পশ্চিম ছাত্রাবাসে গিয়ে দেখি, ডাইনিংয়ের ফ্যানটা নষ্ট। তখন মনে হলো এটা দিলে শিক্ষার্থীদের উপকারে আসবে। এ ছাড়া আমরা সাধ্যমতো চেষ্টা করব শিক্ষার্থীদের পাশে থাকার।’


সর্বশেষ সংবাদ